বাগদান পর্ব শেষ। শনিবার রাতেই প্রকাশ্যে এসে গেল ছবি পরিণীতি চোপড়া আর রাঘব চড্ডার। আর আসতেই তুমুল আলোচনায় এই ছবি।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের পর গভীর রাতে ভক্তদের সঙ্গে সে মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন পরিণীতি চোপড়া আর রাঘব চড্ডা।
তবে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া। সকাল তিনি হাজির হন দিল্লিতে। নিক এবং মেয়েকে সঙ্গে নিয়েই তিনি চলে যান বাগদানের অনুষ্ঠানে। তাঁর সাজ কেমন হচ্ছে, সেটি নিয়েও আগ্রহ ছিল অনেকের। এছাড়া ছিলেন আদিত্য ঠাকরে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীও। প্রায় ১৫০ অতিথির উপস্থিতিতে বাগদান পর্ব শেষ হয় রাঘব পরীণীতির।
তাদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বাগদানে শুভ্র সাদা পোশাকে সেজেছিলেন তারা। হাতের অনামিকায় দুজনেই বাগদানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে রাঘব লিখেছেন, সবকিছুর জন্যই আমি প্রার্থনা করেছি, সে–ও সম্মতি দিয়েছে।
একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যে হারিয়ে যাওয়া বাগদানের সে ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। জানিয়েছেন নতুন জীবনের শুভেচ্ছা আর শুভকামনাও।
বাগদানের পর্ব শেষ হওয়ার পর এ জুটির বিয়ে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন পরীণীতি ভক্তরা। ধারণা করা হচ্ছে অক্টোবরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এ জুটি।
যূথী/দীপ্ত সংবাদ