ইউক্রেন কঠিন পরিস্থিতিতে পূর্বাঞ্চলীয় বাখমুত শহরটি নিয়ে। রুশ বাহিনী এই শহরটির বেশ কিছু এলাকা দখলে নিয়েছে। বাখমুত শহরটি কয়লা খনির জন্য বিখ্যাত হওয়ায় দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ।
সেনাবাহিনীর হয়ে বাখমুতে আক্রমণে থাকা ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, “আমরা প্রতিটি বাড়ি ও প্রতি ইঞ্চি ভূখণ্ডে হামলা চালাচ্ছি ,কঠোর লড়াই চলছে।” দাবি করেছেন, পাশাপাশি দেশটির বাখমুত দখল এখন কেবল সময়ের ব্যাপার । অঞ্চলটির অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রণে।
ইউক্রেনের সবচেয়ে বড় জ্বালানি পরিশোধন কেন্দ্রকে লক্ষ্য করে রাশিয়া হামলা চালায়। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়া মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ক্রেমেনচুকের আশেপাশে কমপক্ষে ৩৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, ওয়াগনার বাহিনী তিন দিনে বাখমুতের উত্তর দিকে ২-৩ কিলোমিটার অগ্রসর হয়েছে। মাত্র কয়েক দিনের এই সাফল্য। গত কয়েক মাসে কোনো অগ্রগতি ছিলনা । এখন বাখমুতের উত্তর দিকে স্লোভিয়ানস্ককে সংযুক্ত করা মহাসড়ক ঝুঁকিতে রয়েছে।
অনু/দীপ্ত