প্রতিবার শেষ দিকের ম্যাচগুলোতে বলের নকশা পাল্টায় ফিফা। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাকি থাকা চার ম্যাচে খেলোয়াড়দের জন্য ফিফা নিয়ে এলো নতুন বল “আল হিলম’।
কাতার বিশ্বকাপের শুরুতে ব্যবহার করা বল আল রিহলার অর্থ সফর। আর নতুন বল আল হিলম শব্দের অর্থ ‘স্বপ্ন’। বিশ্বকাপ জয়ের কাছে চলে আসা চার দল আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মরক্কো ও ফ্রান্সের মাঝে একটি দলের স্বপ্ন পূরণ করবে ‘আল হিলম’।
আল রিহলার মত এই বলটিও প্রযুক্তি নির্ভর। সবকিছু অপরিবর্তনীয় রেখে পরিবর্তন আনা হয়েছে শুধু নকশায়। নতুন বলে ওয়াটার-বেসড কালি ও আঠার ব্যবহার করা হয়েছে। দোহার বিভিন্ন মরু এলাকা, বিশ্বকাপ ট্রফির রং ও কাতারের পতাকার সাথে মিল রেখে সোনালি বেস কালারের উপর ত্রিকোণ ডিজাইন থাকছে এই বলে। ফুটবল যে গোটা বিশ্বকে একত্রিত করে সেটাও তুলে ধরা হয়েছে অলঙ্করণে।
মঙ্গলবার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা লুসাইল স্টেডিয়ামে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে আল বাইত স্টেডিয়ামে ফ্রান্স খেলবে মরক্কোর বিরুদ্ধে। গত বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি না ফাইনালে নতুন দল আসছে, তা দেখার অপেক্ষায় আছে বিশ্বের অগণিত দর্শক।