প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে নয়া দিল্লিতে জি–টুয়ান্টি সম্মেলনের সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর। সে সময় জো বাইডেনকে ঢাকা সফরের অনুরোধ করেন শেখ হাসিনা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে সম্মত হয়েছেন। এমনকি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিনকেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, কখন বাংলাদেশ সফরের জন্য ভাল সময়। জবাবে ড. মোমেন জানিয়েছেন ডিসেম্বর থেকে মার্চ, এ সময়ে শীত থাকায় বাংলাদেশ সফরের জন্য ভাল। তবে জো বাইডেনের সফর কখন হবে সেটি এখন সিদ্ধান্ত হয়নি বলে ড. মোমেন জানান।
প্রসঙ্গত, জি–টুয়েন্টি সম্মেলনে যোগ দিতে শুক্রবার ভারতে পৌঁছান জো বাইডেন ও শেখ হাসিনা। বহুপক্ষীয় এই আসরের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ১৫টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ–আলোচনা করেন। এ দিন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ, শেখ হাসিনা ও জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন মোদি।
শায়লা/দীপ্ত নিউজ