০
দুই টেস্ট ও তিনটি টি–টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড।
আসন্ন এই সিরিজ সূচি গত ৪ অক্টোবরেই প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক নজরে দেখে নিন বাংলাদেশ–আয়ারল্যান্ড সিরিজের পূর্ণাঙ্গ সূচি–
প্রথম টেস্ট: ১১–১৫ নভেম্বর (সিলেট)
দ্বিতীয় টেস্ট: ১৯–২৩ নভেম্বর (ঢাকা)
প্রথম টি–টোয়েন্টি: ২৭ নভেম্বর (চট্টগ্রাম)
দ্বিতীয় টি–টোয়েন্টি: ২৯ নভেম্বর (চট্টগ্রাম)
তৃতীয় টি–টোয়েন্টি: ২ ডিসেম্বর (চট্টগ্রাম)
উল্লেখ্য, সবশেষ ২০২৩ সালের এপ্রিল মাসে বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিল আয়ারল্যান্ড।
এসএ