বাংলাদেশ–ভারত সীমান্তে হত্যার সংখ্যা ক্রমশ কমছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিগগিরই এটি শূন্যের কোঠায় নেমে আসবে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশকে স্বীকৃতির ৫২ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত এক সেমিনার অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে প্রথম স্বীকৃতি দেয় ভারত ও ভুটান। ভারতের এই স্বীকৃতির ৫২ বছর পূর্তি হলো আজ বুধবার।
সেমিনারে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বলেন, মুক্তিযুদ্ধ ভারত উপমহাদেশে মনোস্তাত্বিক পরিবর্তন এনেছিল। অতীতের মত আগামীতেও বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে ভারত।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে কেউ কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। শীর্ষ সন্ত্রাসীদের ধরতে তৎপর পুলিশ।
এছাড়াও তিনি জানান, বৈধ অস্ত্র যাদের কাছে আছে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সে বিষয়ে ব্যবস্থা নেবে পুলিশ।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য।
এসএ/দীপ্ত নিউজ