বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। এবার বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে।
তবে এ ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে পুনের বৃষ্টি।
ম্যাচের আগেরদিন গতকাল (বুধবার) পুনেতে স্টেডিয়াম এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। ম্যাচের দিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজকের ম্যাচের সময়ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সেটি হলেও এর তীব্রতা খুব কম হবে বলে জানান তাঁরা। গতকাল কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়ার সাথে সাথেই পিচ ঢেকে দেন মাঠ–কর্মীরা। তারপরও এই বৃষ্টির প্রভাব আজ পুরো মাঠেই লক্ষ্য করা যেতে পারে।
এদিকে স্বাগতিক ভারত তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। আর বাংলাদেশও চাইবে দুই হারের পর ঘুরে দাঁড়াতে। আর সাম্প্রতিক সময়ও কথা বলছে বাংলাদেশের পক্ষেই। ভারতের বিপক্ষে শেষ ৪ ওয়ানডের তিনটিতেই জয় রয়েছে টাইগারদের।
আল/ দীপ্ত সংবাদ