বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন তিন ম্যাচ টিটোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্যের বিস্তারিত জানায় বিসিবি।

সর্বোচ্চ ৩৫০০ টাকা ও সর্বনিম্ন ৩০০ টাকায় বাংলাদেশপাকিস্তান সিরিজের খেলা মাঠে বসে দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা।

ইন্টারন্যাশনাল লাউঞ্জের মূল্য সর্বোচ্চ ৩৫০০ টাকা নির্ধারিত হয়েছে। সর্বনিম্ন ৩০০ টাকা নির্ধারিত করা হয়েছে ইস্টার্ন গ্যালারির।

এছাড়াও ক্লাব হাউসের (শহীদ মুশতাক ও শহীদ জুুয়েল স্ট্যান্ড) টিকিট ৮০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর ও দক্ষিণ ব্লক) টিকিট ১৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ২৫০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিট ৪০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

আসন্ন এই সিরিজের টিকিট অনলাইনেও বিক্রি করবে বিসিবি। একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে প্রতি ম্যাচের জন্য একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট স্টেডিয়ামের বাইরের নির্ধারিত বুথে পাওয়া যাবে।

সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশপাকিস্তান টিটোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য তালিকা :

ক্লাব হাউস (দক্ষিণশহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার) : ৮০০ টাকা

ক্লাব হাউস (উত্তরশহীদ জুুয়েল স্ট্যান্ড) : ৮০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তরমিডিয়া ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল গ্যালারি (দক্ষিণকর্পোরেট ব্লক) : ১৫০০ টাকা

ইন্টারন্যাশনাল লাউঞ্জ (দক্ষিণকর্পোরেট ব্লক) : ৩৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার) : ২৫০০ টাকা

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড : ৪০০ টাকা

নর্দান গ্যালারি : ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More