বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে যাত্রা শুরু করলো বাংলাদেশ টুর্কিয়ে বিজনেস ফোরাম-বিটিবিএফ। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এরইমধ্যে তুরস্ক থেকে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। আরো বাড়াতে সহায়তা করবে সরকার।
দুদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে, গত বছরের ৫ আগস্ট যাত্রা শুরু করে বাংলাদেশ টুর্কিয়ে বিজনেস ফোরাম-বিটিবিএফ। মঙ্গলবার ঢাকার বারিধারায় তুরস্ক দূতাবাসে, সংগঠনটির আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই সেতারের সুরের মূর্ছনা মুগ্ধ করে অতিথিদের।
পরে বিটিবিএফ চেয়ারপারসন জানান, বাংলাদেশ ও তুরস্কের বাণিজ্য সম্পর্ক মজবুত। বিনিয়োগ ও সুসম্পর্ক বাড়াতে কাজ করবে সমন্বিত এই প্ল্যাটফর্ম। নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জানান, তুরস্কের সাথে বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা দেবে সরকার।
ব্যবসা-বাণিজ্য বাড়াতে জয়েন্ট ইকোনমিক কমিশন গঠনের কথা জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত।
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বলেন “আমরা আশা করছি, আগামী মাসেই দু’দেশের মধ্যে একটি জয়েন্ট ইকোনোমিক কমিশন গঠন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারন এটি মন্ত্রিপর্যায়ের সদস্যদের নিয়ে একটি কমিশন। তারা দু’দেশে অর্থনীতির সমন্বয় ও বিনিয়োগ পেক্ষাপট নিয়ে ভাববে”
তিন বছর দায়িত্ব পালন শেষে, দেশে ফিরছেন তুরান। বিদায় বেলায় বাংলাদেশের অপার সম্ভাবনায় শুভ কামনা জানান তিনি।