আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানী আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন‘ উপলক্ষে ২ দিনব্যপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে ইসি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করতে হবে।
ইসি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার গলায় জুতার মালা—এই লজ্জা তাঁর একার নয়, সব নির্বাচনী কর্মকর্তার। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা যদি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে বা তথ্যপাচার করে তাঁকে ছাড় দেওয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করা পর্যন্ত কেউ ঘরে ফিরতে পারবে না।’
তিনি আরও বলেন, ভালো নির্বাচন ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো বিকল্প নেই। এ নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু হবে প্রিজাইডিং অফিসার। তাদের শক্তিশালী ও দক্ষ করে তুলতে পারলেই একটি সুন্দর নির্বাচন সম্ভব হবে।
ইসি আনোয়ারুল বলেন, কমিশনের প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এর বিকল্প কোনো পথ নেই। জীবন চলে যেতে পারে কিন্তু নির্বাচনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না। কমিশন ও মাঠপর্যায়ের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
এরআগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে।
এসএ