বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক–এমন তথ্য নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ–সিজিএস। তবে যাদের দিয়ে গবেষণার কাজ করা হয়েছে, তাদের অভিজ্ঞতা ও উপস্থাপিত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (২২ জুলাই) রাজধানীর একটি হোটেলে সিজিএস–এর অনুষ্ঠানে ‘চ্যালেঞ্জেস টু হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ইন বাংলাদেশ‘ শিরোনামে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে মূখ্য গবেষক ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ। মানবাধিকার নিয়ে কাজ করেন, দেশের এমন ৫০ জন কর্মীর বক্তব্য নিয়ে, ৪ মাস ধরে গবেষণাটি করা হয়।
তবে গবেষণায় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে কথা বলা হয়নি বা তাদের কাছে তথ্য নেয়া হয়নি।
অনুষ্ঠানেই এ গবেষণার কড়া প্রতিবাদ জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি গবেষণার তথ্যের সত্যতা ও গবেষকদের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন।
আলী রিয়াজ তার বক্তব্যে বলেন, ‘জাতিসংঘের সংজ্ঞায়নেই যারা হিউম্যান রাইট ডিফেন্ডার, তারা কী পরিস্থিতিতে আছেন, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেন এবং কাদের কাছ থেকে চ্যালেঞ্জ মোকাবিলা করেন, সেগুলো নিয়ে তাদের কাছে আমরা জানতে চেয়েছি। তাদের তথ্যের ভিত্তিতে এ গবেষণা। ৪৬ যারা শতাংশ মানবাধিকার কর্মী মনে করেন, দেশের মানবাধিকার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ৪২ শতাংশ কর্মী জানান, সরকারি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান থেকে তারা বেশি বাধার সম্মুখীন হন। ৬০ শতাংশ কর্মীর মতে, তারা মানবাধিকার রক্ষার কাজে বিভিন্ন হুমকির সম্মুখীন হন এবং তাদের কাজের ওপর বিধিনিষেধ দেয়া হয় এবং ব্যক্তিগতভাবে তারা শারীরিক ক্ষতির সম্মুখীন হন।‘
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গবেষণার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলেন, ‘প্রকৃত ঘটনা এমন নয়। আমরা প্রতি সপ্তাহে অনেক অভিযোগ পেয়ে থাকি। আমরা মানবাধিকারের বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ।‘
আফ/দীপ্ত নিউজ