সোমবার, অক্টোবর ৬, ২০২৫
সোমবার, অক্টোবর ৬, ২০২৫

দেশে ‘মডেল রিটেল নেটওয়ার্ক’ গড়তে যাচ্ছে আলফামার্ট ও কাজী ফার্মস গ্রুপ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় (মডার্ন ট্রেড রিটেল) খাতে শুরু হতে যাচ্ছে নতুন যুগ। ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত প্রতিষ্ঠান ‘আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড’ আনুষ্ঠানিকভাবে দেশে ব্যবসা শুরু করতে যাচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়া ও জাপান থেকে আগত বিনিয়োগকারীরা এবং বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক খাতের প্রতিনিধিরা।

এই যৌথ উদ্যোগে বাংলাদেশের অংশীদার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান কাজী ফার্মস গ্রুপ। বিদেশি অংশীদারদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় মিনিমার্ট চেইন আলফামার্ট (Alfamart) এবং জাপানের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মিৎসুবিসি করপোরেশন (Mitsubishi Corporation)

বর্তমানে আলফামার্ট ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ২২ হাজারের বেশি মিনিমার্ট পরিচালনা করছে। অন্যদিকে অপর অংশীদার মিৎসুবিসি করপোরেশন বিভিন্ন দেশে প্রায় ১,৩০০টি শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করছে এবং জাপানসহ অন্যান্য দেশে প্রায় ১৭,০০০টি ‘লসন (Lawson)’ স্টোর পরিচালনার সঙ্গে যুক্ত।

প্রকল্পের প্রথম ধাপে প্রাথমিক বিদেশি বিনিয়োগ হবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা ধীরে ধীরে আরও বাড়ানো হবে। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে প্রবর্তন করা হবে সর্বাধুনিক রিটেল প্রযুক্তি, এবং স্থানীয় ভোক্তা পণ্য উৎপাদকদের দ্রুত বিতরণের জন্য তৈরি হবে একটি নতুন বিতরণ চ্যানেল (ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক)

প্রাথমিক বিনিয়োগ দিয়ে সারাদেশে আধুনিক পণ্যভান্ডার (ওয়্যারহাউজ) ও বিতরণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অল্প সময়ের মধ্যেই কয়েক হাজার দোকান চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের খুচরা ব্যবসায় নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More