সরাসরি বিদেশি বিনিয়োগ এনে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ–কে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড–২০২৫’ দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি–বিডা।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চার দিনব্যাপী চলা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে এক জমকালো অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা কামাল কাদীর।
এসময় আরও উপস্থিত ছিলেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বিকাশ–এর নিরন্তর কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দিয়েছে বিডা।
ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন এলএলসি, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, চায়নার আলীবাবা গ্রুপের অ্যান্ট ইন্টারন্যাশনাল এবং জাপানের সফটব্যাংক ভিশন ফান্ড–এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে।
বিনিয়োগ বোর্ড (বিডা) আয়োজিত এই সম্মেলনে মোট চারটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। অন্য তিন প্রতিষ্ঠান হলো– ওয়ালটন, স্কয়ার ফার্মাসিটিক্যালস এবং ফেব্রিকস।
এছাড়া বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের (কেইপিজেড) চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়।
ইএ/দীপ্ত নিউজ