বাংলাদেশে পাসওয়ার্ড শেয়ার বন্ধ করে দিয়েছে বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্স। এখন থেকে এক বাড়িতে এক পরিবারের বাইরে আর ব্যবহার করা যাবে না নেটফ্লিক্স।
সম্প্রতি বাংলাদেশে নেটফ্লিক্সের শেয়ারড গ্রাহকরা আর দেখতে পারছেন না। তারা নেটফ্লিক্স হাউজহোল্ড সেটআপের শিকার হচ্ছেন। টিভির স্ক্রিনে মেসেজ আসছে, ইউর টিভি ইজনট পার্ট অফ দ্য নেটফ্লিক্স হাউজহোল্টড ফর দিস অ্যাকাউন্ট।
নেটফ্লিক্স বলছে, এই মেসেজটির অর্থ হলো নেটফ্লিক্স আপনার টিভিকে আপনার নেটফ্লিক্স পরিবারের সঙ্গে সংযুক্ত করতে পারেনি। আপনি যদি এমন একটি ডিভাইস থেকে নেটফ্লিক্সে সাইন ইন করেন যা আপনার নেটফ্লিক্স পরিবারের অংশ নয়, তাহলে নেটফ্লিক্স দেখার জন্য আপনাকে আপনার ডিভাইসটি যাচাই করতে হতে পারে।
আল/ দীপ্ত সংবাদ