বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তুরস্ক নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনের পর আগামীর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তুরস্কের উপ–পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান আমীর খসরু। এ সময় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন উপস্থিত ছিলেন।
আমীর খসরু বলেন, “তুরস্ক আগামীর বাংলাদেশকে দেখতে চায়, সেই সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহী।”
বিএনপি নেতা জানান, বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, ওআইসিতে পারস্পরিক ভূমিকা, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশ–তুরস্কের সম্পর্কের যে ভিত্তি তৈরি হয়েছে, তা আরও গভীর করার বিষয়ে দুই পক্ষই আগ্রহ প্রকাশ করেছে।”
এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, “তুরস্কের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা অব্যাহত থাকবে। দুই দেশ যৌথ প্রতিরক্ষা শিল্প স্থাপনের বিষয়ে আলোচনা করছে।”
দুই দিনের সফরে সকালে ঢাকায় পৌঁছান তুরস্কের উপ–পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিনচি। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা অনুষ্ঠিত হবে বাংলাদেশ–তুরস্কের চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।
তুর্কি উপ–পররাষ্ট্রমন্ত্রী এ সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।