চলমান দাবদাহ থামার কোনো সুখবর নেই। চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। রাজধানীসহ সারা দেশের মানুষের অবস্থা হাঁসফাঁস। সবাই অপেক্ষায় আছেন বৃষ্টির জন্য।
আবহাওয়াবিদেরা বলছেন, এবার এই এপ্রিল মাসে টানা যত দিন তাপপ্রবাহ হয়েছে, তা গত ৭৬ বছরে হয়নি। গত বছর (২০২৩) একটানা ১৬ দিন তাপপ্রবাহ হয়েছিল। এবার তাপপ্রবাহ শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। সে হিসেবে আজ টানা তাপপ্রবাহের ২৬তম দিন।
রাজশাহী বিভাগে ১ এপ্রিল থেকে তাপপ্রবাহ শুরু হয়। ৪ এপ্রিল পর্যন্ত বিভাগটির তাপমাত্রা ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এরপর ঢাকা, খুলনা ও রংপুর বিভাগে তাপমাত্রা বাড়ে। গত সপ্তাহজুড়ে খুলনা বিভাগে, বিশেষ করে চুয়াডাঙ্গা ও যশোরের তাপমাত্রা শীর্ষ তালিকায় ওঠানামা করছিল। আজও চুয়াডাঙ্গার তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০ এপ্রিল যশোরে হয়েছিলো ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।
সুনির্দিষ্টভাবে ১৯৮১ সাল থেকে সর্বোচ্চ তাপপ্রবাহের উপাত্ত আছে আবহাওয়া অধিদপ্তরের কাছে। সেটি বিশ্লেষণ করে দেখা গেছে, এর আগে ২০১০ সালে রাজশাহীতে সর্বোচ্চ ২০ দিন তাপপ্রবাহ ছিল, তবে তা টানা ছিল না। কিন্তু এবার টানা ২৬ দিন তাপপ্রবাহ হলো।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেছেন, ১৯৪৮ সাল থেকে উপাত্ত বিশ্লেষণ করে দেখেছি, এবারের মতো তাপপ্রবাহ টানা আগে হয়নি। বলা যায়, ৭৬ বছরের রেকর্ড এবার ভেঙে গেল।