ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির যাত্রা শুরু হয়েছে মহাকাশ থেকে। মহাকাশে ট্রফি উন্মোচনের পরই গত ২৭ জুন আয়োজক দেশ ভারত থেকে বিশ্বভ্রমণে বের হয় ট্রফি।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশে আসে ট্রফিটি। এরপর ৭ আগস্ট অফিসিয়াল ফটোশুট করা হয় পদ্মা বহুমুখী সেতুতে। তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপ ট্রফিটি।
সামাজিক মাধ্যমে ঢুকলেই চোখে ভাসছে ওয়ানডে বিশ্বকাপের আসল ট্রফিটি বাংলাদেশে আসেনি এমন মন্তব্য। সেখানে অনেকেই দুটি ছবি শেয়ার করেছেন। একটি বাংলাদেশে পদ্মা সেতু এলাকায় রাখা ট্রফি, অন্যটি ভারতের তাজমহলের সামনে। বিষয়টি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, কোন ট্রফিটি আসল? চলুন এই প্রশ্নের উত্তর দেয়া যাক।
বিশ্বকাপের আসল ট্রফিটি বাংলাদেশে আনা হয়নি। মূলত সেটি সংরক্ষণ করে রাখা হয় আইসিসির সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তবে বাংলাদেশে যে ট্রফিটি আনা হয়েছিল সেটিই বিশ্বভ্রমণে বেরিয়েছে এবং ওই ট্রফিটিই চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে। আর এটিকে বলা হয় রেপ্লিকা বা আসলটির আদলে গড়া ট্রফি।
চ্যাম্পিয়ন দলকে বিশ্বকাপ জয়ের মঞ্চে রেপ্লিকা ট্রফি দেওয়া হয়। তবে আসল ট্রফি নিয়ে উদযাপন করতে পারেন তারা। সাধারণত উদ্বোধনী এবং ফাইনাল ম্যাচে রাখা হয় আসল ট্রফিটি। এছাড়া বাকিটা সময় এই ট্রফি থাকে দুবাইয়ে আইসিসি সদর দপ্তরে।
আল আমিন/ দীপ্ত সংবাদ