বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না, সেটার আইনি দিক পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রবিবার (০৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, খেলার মধ্যে যেহেতু রাজনীতি টেনে এনে মুস্তাফিজকে বাদ দেয়া হয়েছে, সেহেতু বিষয়টি নিয়ে আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে। এছাড়া, গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতা চান তথ্য উপদেষ্টা।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ। আর নির্বাচনের প্রক্রিয়া তো এগিয়ে চলছে। তাই আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর। নির্বাচন ঠেকাতে ভয় ভীতি দেখানো হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিবেশ গ্রহণযোগ্য আছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।