বাংলাদেশের সিনেমা দেখে মুগ্ধ হলেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি ক্লাবে তাকে নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমনটাই বললেন তিনি। তার সঙ্গে সুর মেলালেন গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত।
সত্যজিত রায়ের ‘অপুর সংসার‘র অপর্ণা, ঠাকুর বাড়ির মেয়ে, পতৌদির নবাব পরিবারের বধূ। তিনি শর্মিলা ঠাকুর। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। যিনি দর্শকচিত্ত উদ্বেলিত করেছেন ছয় দশক।
জুরি হিসেবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে, ২০ জানুয়ারি ঢাকায় আসেন শর্মিলা। অভিনেতা আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন এই তারকা। বাংলাদেশের সিনেমা দেখে মুগ্ধ হওয়ার কথাও জানান এই গুণী অভিনেত্রী।
উৎসবে অংশ নিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক ও নির্মাতা অঞ্জন দত্ত। গান দিয়ে বাঙালির হৃদয়ে তিনি আলাদা জায়গা করে নিয়েছেন। মৃণাল সেনকে নিয়ে নির্মিত ‘চালচিত্র এখন‘ প্রদর্শনীর পর, অঞ্জন দত্তও মুখোমুখি হন সাংবাদিকদের।
২৭ জানুয়ারি চলচ্চিত্র নিয়ে মাস্টার ক্লাসে অংশ নেবেন অঞ্জন দত্ত।
আরও পড়ুন: পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
এসএ/দীপ্ত নিউজ