সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের পর্দা উঠেছে বুধবার (২১ জুন)। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টটিতে বাংলাদেশ মাঠে নামছে আজ (২২ জুন)।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ‘বি’–গ্রুপের প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা। একই স্টেডিয়ামে রাত আটটায় শুরু হবে এই গ্রুপের অন্য দুই দল মালদ্বীপ ও ভুটানের ম্যাচটি৷
৯৩ ধাপ এগিয়ে থাকা দেশটির বিপক্ষে লক্ষ্য সম্পর্কে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ে কাবরেরা বলেন , ‘আমরা কথা দিচ্ছি, শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। তবে শেষ পর্যন্ত কী হবে এ সবকিছু নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী। মাঠে যাবো তিন পয়েন্টের লক্ষ্যে। সেটা যদি না হয়, আমরা কমপক্ষে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
জামাল ভূঁইয়া বলেন, ‘ আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। কাল সেই প্রস্তুতির ফাইনাল পরীক্ষা। যাতে পাস করতে চাই। অবশ্যই আমরা জিততে চাই। তবে এক পয়েন্ট নিতে পারলেও খুশি হবো।’তিনি যোগ করেন, ‘ওরা (লেবানন) র্যাংকিংয়ে ৯৩ ধাপ এগিয়ে। আমরা তো চাইবোই তিন পয়েন্ট। তবে এটাও বুঝি কাজটা কঠিন হবে। লেবানন অনেক শক্তিশালী দল।’
আল /দীপ্ত সংবাদ