বাংলাদেশ দলে কোনো পজিশনে খেলবেন হামজা চৌধুরী, তা নিয়ে চলছে চূলচেড়া বিশ্লেষণ। কারণ এই পজিশনে বর্তমানে খেলছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আর ইংলিশ ফুটবল ক্লাবে পাঁচটি পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে হামজার।
নিজ বাড়িতে দারুণ কাটাচ্ছেন হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে হামজার জার্সি নম্বর ৮। এই জার্সি এর আগে বাংলাদেশ দলে পরেছেন চন্দন রায়, মামুনুল ইসলাম, এনামুল হক ও সাদ উদ্দিন।
জার্সি নম্বর ঠিক হলেও শেফিল্ড ইউনাইটেডের এই তারকা কোন পজিশনে খেলবেন এটা এখনো স্পষ্ট নয়। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশি পরিচিত হলেও হামজা তার ক্যারিয়ারে খেলেছেন আরেও কয়েকটি পজিশনে। সেন্ট্রাল মিডফিল্ড, রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসেবেও তার রয়েছে খেলার অভিজ্ঞতা।
ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী, হামজা সবচেয়ে বেশি ১১৫ ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। এছাড়া ৭২ ম্যাচ সেন্ট্রাল মিডফিল্ডে, ১৮ ম্যাচ রাইট ব্যাকে, ৪ ম্যাচ সেন্টার ব্যাকে, ২ ম্যাচ উইঙ্গার এবং ১ ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেলেছেন। শেফিল্ড ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপে খেলা ৯ ম্যাচের মধ্যে দুটিতে খেলেছেন রাইট ব্যাক হিসেবে। যার একটি পুরো ৯০ মিনিটই ছিলেন মাঠে। আরেকটিতে খেলেন ৬৪ মিনিট।
বাংলাদেশ দলে ডিফেন্সিভ মিডফিল্ডে আছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। একই পজিশনে খেলেন পাপন সিংহ ও মোহাম্মদ হৃদয়। ফলে হামজাকে সেই পজিশনে খেলাতে চাইলে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে দলের গঠন নিয়ে নতুন করে ভাবতে হবে।
সেন্ট্রাল মিডে খেলার অভিজ্ঞতাও আছে হামজার। তবে হামজাকে নিয়ে কোনো পরিকল্পনা সাজিয়ে রেখেছেন ক্যাবরেরা; তা জানা যাবে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচের দিন।