বাংলাদেশিদের জন্য দ্বৈত নাগরিকত্বের পরিসর আরও বাড়ল। এখন থেকে ১০১টি দেশে দ্বৈত নাগরিকত্ব রাখা যাবে। কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশের মানুষ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) আইনটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।
আগে এর অনুমোদন ছিল ৫৭টি দেশের। নতুন করে ৪৪টি দেশে অনুমোদন দেয়া হয়েছে।
নতুন নাগরিকত্ব আইনে এ সুবিধা দেয়া হচ্ছে। তবে মিয়ানমার ও সার্কভুক্ত দেশগুলোতে দ্বৈত নাগরিকত্ব নেয়া যাবে না। এছাড়া সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ সুযোগ নিতে পারবেন না।
সচিব জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা ও বিধান নির্ধারণ করে বাংলাদেশ নাগরিকত্ব আইন, ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন যেকোনো দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশের মানুষ। তবে তাঁরা বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা দ্বৈত নাগরিকত্বের এই সুযোগ পাবেন না।
আফ/দীপ্ত সংবাদ