সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বিধ্বংসী হয়ে উঠার আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারে নাসুম আহমেদের প্রথম বলে ছয় মেরে পরের বলেই ক্যাচে কাটা পড়েন হজরতউল্লাহ জাজাই। এরপর আরেক ওপেনার গুরবাজ ফেরেন পরের ওভারে তাসকিন আহমেদের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে। ১১ বলে ২ চার ও ১ ছয়ে ১৬ রান করে ফেরেন তিনি।
এরপর আরো দুটি উইকেট দ্রুত তুলে নিলে, অর্ধশতক রান তুলতেই ৪ উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ নবী ও নাজিবুল্লাহ। ব্যক্তিগত ২৩ রান করে মেহেদী মিরাজের বলে আউট হন নাজিবুল্লাহ। তবে এক প্রান্ত আগলে রেখে মোহাম্মদ নবী তুলে নেন টি–টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। ৬ টি চার ও এক ছক্কায় ৪০ বল থেকে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে আজমতউল্লাহ ওমারজাইয়ের ৪ ছক্কায় ১৮ বলে ৩৩ রানের দুর্দান্ত ইনিংসে স্কোরবোর্ডে দেড়শো রান তুলতে সক্ষম হয় আফগানরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ টি উইকেট তুলে নেন অধিনায়ক সাকিব আল হাসান। তাসকিন, শরীফুল, মিরাজ, নাসুম ও মোস্তাফিজ তুলে নেন একটি করে উইকেট।
ইমাম/দীপ্ত নিউজ