৭
টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে লক্ষ্য নাগালে রেখেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে বেশিদূর যেতে দেয়নি লিটনের দল। ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে অতিথিরা। বাংলাদেশের লক্ষ্য ১৩৭ রান।
দলের সেরা বোলার ছিলেন তাসকিন আহমেদ। চারটি স্পেলে বোলিং করেছেন। প্রতি স্পেলেই পেয়েছেন ১টি করে উইকেট। ৪ ওভারে ২৮ রানে তার শিকার ৪ উইকেট। এছাড়া সাইফ হাসান ১৮ রানে পেয়েছেন ২ উইকেট। চার বছর পর জাতীয় দলে ফিরে দারুণ করেছেন এই অফস্পিনার।
শুরুটা ভালো করলে ডাচরা মাঝে ও শেষটা রাঙাতে পারেনি। তাতে স্কোরবোর্ডে বড় পুঁজি পায়নি। বোলাররা তাদেরকে ম্যাচে ফেরাতে পারে কিনা সেটাই দেখার।