বুধবার চ্যাম্পিয়ন্স লিগের আরও এক পরীক্ষার সামনে পিএসজি। তবে চ্যালেঞ্জটা মোটেও সহজ হচ্ছে না। শেষ ষোলোর প্রথম লেগ শেষে ১-০ গোলে পিছিয়ে থাকায় পরের রাউন্ডে যেতে মেসিদের এ ম্যাচে অন্তত ২-০ গোলে জিততে হবে। অন্যদিকে ড্র করলেই কোয়ার্টার ফাইনালের টিকিট পাবে জার্মান জায়ান্টরা।
প্রতিপক্ষের মাঠে খেলা বিধায় বায়ার্নের ১১ জন খেলোয়াড়ের পাশাপাশি গ্যালারিভর্তি দর্শকের বিপক্ষেও লড়তে হবে প্যারিসিয়ানদের। তার ওপর পিএসজি এ ম্যাচে দলের অন্যতম সেরা তারকা নেইমারকে পাচ্ছে না।
চ্যাম্পিয়নস লিগে শিরোপা সাফল্যের বিবেচনায় বায়ার্ন মিউনিখের ধারেকাছেও নেই পিএসজি। তবে মুখোমুখি লড়াইয়ের হিসেবে সমানে সমান আছে ফরাসি চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১২ বার খেলেছে পিএসজি, যার সবগুলোই চ্যাম্পিয়নস লিগে। প্যারিসের ক্লাবটি জিতেছে ছয়টি ম্যাচ, বায়ার্নের জয় ছয়টি ।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে ১০টির বেশি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি শতাংশ জয়ের রেকর্ড পিএসজির। সেই আত্মবিশ্বাসে আরও একবার ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে কখনোই এই প্রতিযোগিতার শিরোপা জিততে না পারা পিএসজি।
চ্যাম্পিয়ন্স লিগে সফলতার বিচারে বায়ার্নের স্থান তিনে। এখন পর্যন্ত ৬ বার এই মঞ্চের শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। অন্যদিকে একবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি প্যারিসিয়ানরা। ফাইনালে তারা হেরেছিল এই বায়ার্নের কাছেই।
প্রথম লেগে জিতে এমনিতেই আত্মবিশ্বাসী বায়ার্ন। তাই স্বাভাবিকভাবেই নির্ভার তারা।
আল/দীপ্ত