বিজ্ঞাপন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বসন্ত ও একুশের আবহে চারুকলা প্রদর্শনী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার আয়োজনে আগামী ১৪ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশলয় চারুকলা কেন্দ্রের ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৪। এবারের প্রদর্শনীতে চারুকলা বিভাগের ১২টি শ্রেণির ১৭৪ জন শিক্ষার্থীর সমানসংখ্যক চিত্রকর্ম প্রদর্শিত হবে।

প্রদর্শনীর প্রথম দিন ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টায় শুরু হবে “বসন্ত উৎসব ১৪৩১”। কিশলয় ললিতকলা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু। অনুষ্ঠানটি পরিচালনা করবেন কিশলয় ললিতকলা কেন্দ্রের অধ্যক্ষ গোলাম জিলানী।

সকাল ১০টায় ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী তাজউদ্দিন আহমেদ ও টি এ কামাল কবির।

১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় আয়োজিত হবে “শিশুর কণ্ঠে গল্প শুনি” শীর্ষক গল্প বলা প্রতিযোগিতা। কামাল স্মৃতি পাঠাগার আয়োজিত এ প্রতিযোগিতায় গেণ্ডারিয়ার ১৭টি স্কুলের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল।

১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় শিশুদের জন্য বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ নাবিল আশরাফ।

২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে গল্প বলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গ্রন্থাগার গবেষক আলীমউজজামান এবং বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সদস্য সচিব মো. জহিরুদ্দিন। পুরস্কার বিতরণ শেষে গেণ্ডারিয়ার শিল্পীদের পরিবেশনায় একটি সংগীত সন্ধ্যার আয়োজন থাকবে।

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টায় প্রভাতফেরি ও ধূপখোলা মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এতে নেতৃত্ব দেবেন কচিকাঁচা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা ফাহমিদা কুমকুম ও কিশলয় অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম রাবেয়া মুর্শিদা। এতে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সদস্যরা অংশ নেবেন।

২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় চারুকলা প্রদর্শনীর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় কচিকাঁচার মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান এবং সভাপতিত্ব করবেন কিশলয় চারুকলা কেন্দ্রের অধ্যক্ষ সাধনা ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন মেলার প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান খান।

প্রদর্শনী উপলক্ষে মেলার সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রুম্পার সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে।

গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে প্রদর্শনীটি ১৪২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রবি থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More