আজ পহেলা ফাল্গুন। শীতের হিমেল হাওয়া শেষে বহমান দক্ষিণা হাওয়ায় বাংলা বর্ষের শেষ ঋতুকে বরণ করে নিচ্ছে বাঙালিরা। নানা রঙে নানা ভাবে বসন্ত নেমে আসে অলিতে–গলিতে, রাস্তায়, মানুষের মনে।
ষড়ঋতুর এদেশে বসন্ত আসে নতুনের অবগাহন নিয়ে। ফাগুনে আগুন ঝরা রক্তিম পলাশ আর ফুলে ফুলে ঘুরে বেড়ান মৌমাছিরা শোভা ছড়ায় নতুন দিনের। ইট কাঠের শহরে বসন্ত নামে নারীদের বাসন্তী শাড়িখোপায় গোজা ফুল আর নতুন বইয়ের ঘ্রাণে। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে দোলা লাগে সকলের মনে।
অন্যদিকে ঢাকার রাস্তায় দেখা যায় বহু পথশিশু, যারা ফুল বিক্রি করে নগরীতে বসন্তের রঙ ছড়িয়ে দেয়। তাদের কাছে ফাগুনের রুপ কিছুটা আলাদা। সকলের কাছে ফুল বিক্রি করে কিছুটা লাভের আশায় এই শিশুরা অপেক্ষা করে বসন্ত আগমনের। ফুল দিয়ে তৈরি নানা অলঙ্কারের মাধ্যমে সকলের মাঝে প্রেম ছড়িয়ে দেয় তারা।
সকল কুসংস্কারকে পেছনে ফেলে সকল বিভেদ ভুলে নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দেয় ঋতুরাজ। প্রেম আর ভালবাসায় প্রকৃতির সাথে সাথে বসন্ত যেন ধরা দেয় এধরণীর সকল প্রাণে।