বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। রবিবার (১২ মার্চ) ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের এ কথা জানিয়েছেন দলটির নেতারা।
গুলশানে এবিসি হাউসে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চালর্স হোয়াইটলির নেতৃত্বে ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক, নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতেরা উপস্থিত ছিলেন।
আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান আসাদ।
নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান কি আপনারা ইউরোপীয় ইউনিয়নকে পরিষ্কার করেছেন কি না, প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘অবশ্যই এই সরকারের অধীন বিএনপি নির্বাচনে যাবে না—সেটা আমরা খোলাখুলিভাবে বলেছি। বিশ্বের যারা বাংলাদেশের ওপর নিবিড়ভাবে কাজ করছে, পর্যবেক্ষণ করছে, সবার কাছে এটা পরিষ্কার করা হয়েছে যে বর্তমান দখলদার, অনির্বাচিত সরকারের অধীন বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচিত করতে পারবে না। এই বিষয় প্রতিনিয়ত যেভাবে বলা হচ্ছে, তাদের কাছে জানা আছে।’
আমীর খসরু বলেন, ‘এটার কারণগুলো সবার কাছেই জানা আছে। এমন যে না যে একটা কথা বলা হয়েছে। এই কথার পেছনে যে কারণগুলো আছে, সেই কারণগুলো এখন আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে।’
এফএম/দীপ্ত সংবাদ