বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী প্রাণের উৎসব সাংগ্রাই। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় উৎসব উদযাপন পরিষদের আয়োজনে স্থানীয় রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শোভাযাত্রায় বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এছাড়া, বিভিন্ন এলাকা থেকে মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খিয়াংসহ ১১ টি বিভিন্ন জাতিগোষ্ঠী তরুণ–তরুণীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পড়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে পরে ক্ষুদ্র নৃ–গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে এসে শেষ হয়। পরে সেখানে বয়োজেষ্ঠ্য পূজার আয়োজন করা হয়।
নতুন বছরকে বরণ এবং পুরাতন বছর বিদায়কে ঘিরে পার্বত্য এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জাতিস্বত্তার লোকজন নিজস্ব সামাজিক, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে সমন্বিতভাবে সাংগ্রাই উৎসব পালন করে থাকে।
সকল পাপাচার ও গ্লানী ধুয়ে মুছে নিতে তরুণ–তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটানো উৎসবে মেতে উঠে। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের জন্য মূলত এই উৎসব।
আফ/দীপ্ত সংবাদ