মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫

বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে ইশরাক, নগরবাসীকে সহায়তার আহ্বান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে মাঠে নেমেছেন আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (৭ জুন) দুপুরে রাজধানীর বিভন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ইশরাক হোসেন ধোলাইখাল, রহমতগঞ্জ, পোস্তা, হাজারীবাগ, শাহজাহানপুর, ব্রাদার্স ক্লাব ও কমলাপুরের কোরবানির পশুর হাট ঘুরে দেখেন। তিনি সরেজমিনে পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং মাঠপর্যায়ের পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন।

পরিদর্শনের এক পর্যায়ে নিউ বেইলি রোডের ১৯ নম্বর ওয়ার্ড ও নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন তিনি। সেখানে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত কেন্দ্রীয় মনিটরিং সেল ঘুরে দেখেন এবং কার্যক্রম তদারকি করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেন বলেন, ‘ঈদের সময় কোরবানির বর্জ্য সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। তবে চলমান বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হতে পারে। নগরবাসী যদি সহযোগিতা করেন, তাহলে দ্রুততম সময়ের মধ্যে শহরকে বর্জ্যমুক্ত রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘শুধু সিটি কর্পোরেশনের উপর দোষ চাপালে হবে না। নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকেও আমাদের সক্রিয় হতে হবে। বিশেষ করে কোরবানির পর নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং তা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সহায়তা করা এখন সময়ের দাবি।

চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও এসময় তিনি সাক্ষাৎ করেন এবং ঈদের সময় সৃষ্ট বর্জ্য ও চামড়া ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More