বরিশালে ৫ম পরিষদের সিটি নির্বাচনে এবার বরিশালে ইভিএমে ভোট দেবে ২ লাখ ৭৪ হাজার ভোটার। এ জন্য দেড় হাজার ইভিএম আনা হয়েছে বরিশাল। নতুন এ পদ্ধতি নিয়ে ভোটারদের রয়েছে ব্যাপক আগ্রহ।
বরিশাল সিটিতে ২০১৮ সালে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার হয়। আটটি কেন্দ্রের ৭৮টি বুথে ১০০টি ইভিএমে ভোট দেয় ২০ হাজার আটশ জন ভোটার। তবে এবার ৫ম পরিষদের নির্বাচনে বরিশালে ইভিএমে ভোট দেবে ২ লাখ ৭৪ হাজার ভোটার। আগামী ১২ জুন নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে দেড় হাজার ইভিএম। ইতোমধ্যে ১ হাজার ৫’শ ইভিএম আনা হয়েছে বরিশালে, যা ব্যবহার করা হয়েছে গাজীপুর সিটি নির্বাচনে।
বরিশাল সিটি নির্বাচনে ১২৬ টি ভোটকেন্দ্রের ৮৯৪ টি বুথে ১ হাজার ৩৪১ টি ইভিএম ব্যবহার করা হবে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, স্বচ্ছ এবং যান্ত্রিক ত্রুটি এড়াতে ইতোমধ্যে প্রয়োজনের অধিক সংখ্যক ইভিএম মজুদ করা হয়েছে। ভোটারদের ইভিএম সম্পরকে ধারণা দিতে বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হচ্ছে। এছাড়া নগরীর ৩০ টি ওয়ার্ডে ১২৬ টি কেন্দ্রে ২৫২ টি এবং ৮৯৪ টি কক্ষে একটি করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ প্রার্থীসহ মোট ১৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ