বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন’র প্রভাব কেটে যাওয়ায় পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বরিশাল থেকে চলাচল শুরু করেছে সব ধরনের নৌযান। বরিশাল নদী বন্দর থেকে ভোর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে অভ্যন্তরীণ রুটের লঞ্চ ।
এছাড়া ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বরিশাল জেলায় কোন ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
সকাল থেকে রোদ্র উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। স্বাভাবিক হয়েছে নাগরিক জীবনযাপন। খোলা রয়েছে সকল ধরনের ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান।
এদিকে, উপকূলে আতঙ্ক সৃষ্টি করে মঙ্গলবার সন্ধ্যার পর কক্সবাজারে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় হামুন। ফলে দক্ষিণাঞ্চলের ওপর থেকে শঙ্কা কেটে যায়। ওইদিন সন্ধ্যায় আকাশ রক্তবর্ণ দেখালেও বরিশাল শহর ও আশপাশের এলাকায় ঝড়–বৃষ্টি হচ্ছে না।
মর্তুজা জুয়েল/ আল/ দীপ্ত সংবাদ