সারা দেশের সঙ্গে একযোগে বরিশালে ১১ টি কেন্দ্রে ১২ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী ৪৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শুক্রবার (১৯ মে) সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দু‘ঘণ্টায় ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশি করে পুলিশ ও আনসার সদস্যরা। মোবাইল, ব্লুটুথ সহ কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। এছাড়া কেন্দ্রের ভিতরে উপস্থিত ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পরীক্ষার্থীরা জানান, পূর্বের তুলনায় এ বছর প্রশ্ন পত্র কিছুটা কঠিন ছিল। তবে কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা।
এ বছর সারাদেশে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৪৬ হাজার। পরীক্ষার্থীদের মধ্যে থেকে চূড়ান্ত উত্তীর্ণ হয়ে ২৩০৯ জন ক্যাডার এবং ১০২২ জন নন ক্যাডার নির্বাচিত হবেন। এদের মধ্যে চিকিৎসক ও ডেন্টাল সার্জন ৫৩৯ জন, শিক্ষা ক্যাডার ৪৩৭ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসের ৫৪ জন এবং প্রশাসনে ২৭৪ জন কে নিয়োগ দেওয়া হবে।
মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ