বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কোটা বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বিএমপির উপ–পুলিশ কমিশনার আলী আশ্রাফ ভূঁইয়া আহত হয়েছেন। এছাড়া আরও ১৪ পুলিশ সদস্য আহত হন। একই ঘটনায় ৫০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে দুপুর ৩টায় শুরু হওয়া সংঘর্ষ বিরতিহীনভাবে ৮ ঘণ্টা ধরে চলমান রয়েছে।
বাসস্ট্যান্ড এলাকা থেকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কয়েক শতাধিক গুলি খরচ করে ব্যর্থ হয় পুলিশ, কেন্দ্রীয় নথুল্যাবাদ বাস টার্মিনালের পাশাপাশি নগরীর চৌমাথা ও আমতলা এলাকায় অবস্থান করছে শিক্ষার্থীরা। থেমে থেমে চলছে পুলিশের সঙ্গে সংঘর্ষ।