ঘূর্ণিঝড় মিধিলি‘র প্রভাবে বরিশাল নৌবন্দর থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল ধরনের নৌযান চলাচল। এর ফলে বরিশাল–লক্ষীপুর–ভোলা–মজু চৌধুরীর হাটসহ সকল অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
নিম্নচাপের প্রভাবে বরিশালে ভোর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। সকাল দশটা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পর্যায়ক্রমে বৃষ্টিপাত এবং বাতাসের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে।
সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং নদী উত্তাল থাকায় বরিশাল–মজু চৌধুরীর হাট–ইলিশা–আলেকজান্ডার এ সকল রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
বিরতিহীন বৃষ্টিপাতের ফলে মহানগরী এলাকার সড়কে নেই যানবাহন চলাচল এবং নাগরিকদের ভিড়।
আবহাওয়া দপ্তরের বরিশাল কার্যালয়ের পর্যবেক্ষক মোঃ আব্দুল কুদ্দুস জানান, বৃষ্টিপাতের মাত্রা এবং বাতাসের গতিবেগ আরও বৃদ্ধি পেতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি‘ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গত ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য জেলায় ৫৪১ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ