আজ পহেলা বৈশাখ। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংঙ্গীত, মঙ্গলগীত, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও গুনীজণীজন সম্মাননা, রাখি বন্ধন সহ মঙ্গল শোভাযাত্রার অনলাইনে ভাচুয়ালী উদ্ধোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
নগরীর বিএম স্কুল মাঠে সকাল সাড়ে ৬ টায় প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বৈশাখী উৎসব শুরু করে উদীচী ও বরিশাল নাটক। এরপর পরই রাখি বন্ধন ও ঢাক উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় শুরু হয় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা। বিএম স্কুল থেকে শুরু হয়ে মঙ্গল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
এছাড়াও সকাল ১০টায় আয়োজন করা হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা। পহেলা বৈশাখ থেকে ৩ বৈশাখ পর্যন্ত বিএম স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ৩৯তম উদীচী বৈশাখী মেলার। প্রতিদিন সন্ধ্যায় মেলা মাঠে আয়োজন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে কৃত্রিম বাঘ, টাট্টু, ঘোড়া, পাখি, বাঁশি বাদক রাখালের ভাষ্কর্য, লোকচিত্র, মুখোশ, রাখি ও মুকুট নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় তারা।
আফ/দীপ্ত সংবাদ