দুই দিনব্যাপী বিএনপি‘র ঢাকা অবরোধের ১ম দিনে বরিশালে স্বাভাবিক রয়েছে গণপরিবহন চলাচল।
রবিবার (৫ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ভোর ছটা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ।
নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল স্বাভাবিকভাবে চলাচল করছে অভ্যন্তরীণ রুটের বাস। ইতিপূর্বে অবরোধে যাত্রী সংকটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও, এবার দ্বিতীয় দফা অবরোধে সীমিত আকারে চলছে দূরপাল্লার বাস।
ইতিপূর্বে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী উপস্থিতি সীমিত থাকলেও আজ ছিল স্বাভাবিক। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছ।
সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। নৌবন্দের অবস্থান করছে কোস্টগার্ড এবং নৌ পুলিশের সদস্যরা। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি। এখন পযন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মর্তুজা জুয়েল/মোরশেদ আলম/দীপ্ত নিউজ