বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল রংপুর রাইডার্স। বাঁচা-মরার ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কেটেছে নুরুল হাসান সোহানের দল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার মিরাজ ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটে ভালো শুরু পায় বরিশাল। দুজনের উদ্বোধনী জুটিতে আসে ৪৬ রান। একপ্রান্তে ঝড় তোলেন মিরাজ। মেহেদী মিরাজের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ১৭০ রানের চালেঞ্জিং পুঁজি পায় সাকিবরে দল।
বড় লক্ষ্যে খেলতে নেমে শামীম পাটুয়ারির হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা।
১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুর ওভারেই উইকেট হারিয়ে বসে রংপুর। সাকিব আল হাসানকে স্লগ সুইপ করতে গিয়ে ডোয়াইন প্রিটোরিয়াসের তালুবন্দি হন নাইম শেখ। ০ রানে তিনি ফিরলেও আরেক ওপেনার রনি তালুকদারের সঙ্গে জুটি বাঁধেন তিনে নামা শামীম।শুরুর ধাক্কা সামাল দিয়ে এই জুটি বরিশালের ওপর উল্টো আক্রমণ চালায়। চার-ছক্কার মিছিলে পাওয়ার প্লে’তে এই জুটি স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। তবে অষ্টম ওভারে কামরুল ইসলাম রাব্বিকে উড়িয়ে মারতে গিয়ে সানজামুল ইসলামকে ক্যাচ দেন রনি। ১৭ বলে ২৯ রানে তিনি ফিরলেও উইকেটে টিকে থেকে দ্রুত রান তুলতে থাকেন শামীম। ১৭তম ওভারে পেসারক খালেদকে উড়িয়ে মারতে গিয়ে প্রিটোরিয়াসের হাতে ধরা পড়েন শামীম। ৫১ বলে ৭১ রানে থামে তার দারুণ এক ইনিংস।
শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন দাঁড়ায় ৮ রান। কামরুল ইসলাম রাব্বিকে ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ৩ বল হাতে রেখেই রংপুরের জয় নিশ্চিত করেন শেখ মাহেদি। মাহেদি ১৮ ও শানাকা ১৬ রানে অপরাজিত থাকেন।
আল/দীপ্ত