মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

বরগুনায় ১০ নম্বর মহাবিপদ সংকেত; বেশ কিছু গ্রাম তলিয়েছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা বরগুনায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

উপকূলীয় নয়টি জেলার মধ্যে বরগুনাকেও ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আনতে বলা হয়েছে। এমন অবস্থায় ঝড়ো বাতাস ও থেমে থেমে বৃষ্টির কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বরগুনার পায়রা, বিশখালি, বলেশ্বর নদীতে জোয়ারে পানি বৃদ্ধিসহ ঢেউয়ের উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় রাস্তা উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে বেশ কিছু ঘরবাড়ি জ্বালিয়ে গিয়েছে। অনেকে দুপুরে রান্না করতে পারেন। শিশুদেরকে নিয়ে আশ্রয়স্থলে গিয়েছে।

আশপাশের আবহাওয়া গম্ভীর হয়ে উঠতে শুরু করছে। বাতাসের গতিও আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, এবং আকাশে কালো মেঘ ও ঝড়ো বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সিপিপি, রেডক্রিসেন্ট, কোস্টগার্ড, জেলা প্রশাসকের তথ্য অফিসসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনগুলো শহরগ্রাম ও নিম্ন অঞ্চলের মানুষকে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছে।

ঘূর্ণিঝড় রেমাল উপকূলে যেকোনো সময় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তাই ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ইতোমধ্যে সরকারিবেসরকারিসহ বিভিন্নভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনার জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম।

শাহ্ / আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More