বরগুনার আলোচিত হৃদয় হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৯ অভিযুক্তের রায় আজ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মশিউর রহমান খান এ রায় ঘোষণা করবেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর এ মামলার রায়ের জন্য দিন ধার্য করেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ মে ঈদুল ফিতরের দিন বুড়িরচর ইউনিয়নের গুলবুনিয়া পায়রা নদীর তীরে বেড়াতে যান এসএসসি রেজাল্ট প্রত্যাশী হৃদয়। এ সময় পূর্ব শত্রুতার জের ও হৃদয়ের সঙ্গে থাকা এক বান্ধবীকে উত্যক্তের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বাকবিতন্ডা হয় তার। এতে অভিযুক্তরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসহ লাঠি দিয়ে হামলা চালিয়ে হৃদয়কে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে মারা যায় হৃদয়। এ ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪–১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন হৃদয়ের মা ফিরোজা বেগম।
এ দিকে ঘটনার দিন সন্ধ্যায় হৃদয়ের উপর হামলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সেই ভিডিও দেখে আসামিদের গ্রেপ্তার শুরু করে পুলিশ।
এ ঘটনায় ২০২০ সালের ১৬ নভেম্বর ৯ জন প্রাপ্তবয়স্ক ও ১৯ জন অপ্রাপ্তবয়স্ককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের বিচার কাজ চলমান থাকার পাশাপাশি সকল অভিযুক্ত জামিনে রয়েছেন। আর অপ্রাপ্তবয়স্ক ১৯ অভিযুক্তের মধ্যে ১৬ জন কারাগারে রয়েছেন। বাকি তিনজন পলাতক রয়েছেন।
শাহ্ আলী/পূর্ণিমা/দীপ্ত নিউজ