ছেলের সামনেই পুত্রবধূর হাতে মারধর ও জখমের ঘটনায় লাপাত্তা হওয়া সেই ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা থেকে ছেলে শুভ বসু ও পুত্রবধূ জ্যোতিকে আটকের পর গ্রেপ্তার করেন বেতাগী থানা পুলিশ।
বিষয়টি উপ–পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তাকারী কর্মকর্তা চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, শাশুড়িকে মারধরের ঘটনায় মামলার পর গা ঢাকা দেন ওই বৃদ্ধার বড় ছেলে শুভ বসু ও পুত্রবধূ জ্যোতি মৃধা। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে জ্যোতির বোনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বেতাগী থানার (ওসি) মো.মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি মর্মান্তিক যা বর্তমানে বেশ আলোচিত। ইতোমধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, বরগুনার বেতাগী উপজেলার পৌরশহর এলাকার বাসিন্দা মৃত শিবুলাল বসুর স্ত্রীকে তার বড় ছেলে শুভর সামনেই বেধরক পিটিয়ে জখম করেন পুত্রবধূ জ্যোতি মৃধা। এ ঘটনার কিছু ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়, যা বর্তমানে বেতাগীর ‘টক অব দ্যা টাউন।’ পরে ছোট ছেলে খবর পেয়ে বাড়িতে এসে মা রিতা রানীকে বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং বেতাগী থানায় নিজে বাদী হয়ে বড় ভাই শুভ ও তার স্ত্রী জ্যোতিসহ মোট চারজনকে আসামি করে মামলা করেন। মামলার খবর পেয়ে গ্রেপ্তার আতঙ্কে এলাকা থেকে স্বীসহ পালিয়ে যান শুভ বসু। পরে তাদেরকে ইন্দুরকানী থেকে গ্রেপ্তার করা হয়।
শাহ্/ আল/ দীপ্ত সংবাদ