বরগুনা টু নিশানবাড়িয়া সড়কে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম (৪২) এর মৃত্যু হয়। সিএনজিতে থাকা ৪ যাত্রী গুরুত্ব আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় সদর উপজেলার সদর ইউনিয়নের বৈঠাকাটা আলোর দোকান নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জসিম বরগুনা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য।
নিহত জসিম সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল বাজারে মজিবুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। ঘটনা স্থান থেকে এক নারী রাস্তা পাড়াপাড় করতে ছিলেন তাকে রক্ষা করতে গিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে সিএনজিটি দুমড়ে মচকে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পথের মধ্যেই সিএনজি ড্রাইবার জসিমের মৃত্যু হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, আমার ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পেরেছি পথচারীকে রক্ষা করতে গিয়ে সিএনজি ড্রাইভার নিহত হন।
শাহ্ আলী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ