মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫

বরগুনায় ডেঙ্গুতে আরও ১ নারীর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

হটস্পট বরগুনায় গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কনিকা (৪৭) নামের এক নারী ঢাকা ইসলামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি বরগুনা পৌর শহরের চরকোলনী এলাকার মহাসিন খোকনের স্ত্রী।

এ নিয়ে বরগুনা জেলায় এখন পযন্ত মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুজনিত মৃত ৩৪ জনের মধ্যে ২৭ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৪ জন বেতাগী এবং ৩ জন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৯০২ জনে। বিভিন্ন জেলা উপজেলা থেকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫১ জন।

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ৯২ জন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।

শাহ্/আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More