সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এবার বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তাসফিয়া তাসনিম (১৫) নামে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩ জন।
তাসফিয়া বরগুনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল সড়কের বাসিন্দা নাসিম ফারুকের মেয়ে এবং জেলার এভারগ্রীন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগ শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তাসফিয়া অসুস্থ হলে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসক পরামর্শ অনুযায়ী তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের–ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাসফিয়া।
উল্লেখ্য, এখন পর্যন্ত বরগুনা জেলায় ৫ হাজার ৯২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরগুনা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৮২৭ জন।
শাহ্ আলী/অভি/এসএ