বরগুনা শহরের কলেজ বাঞ্চ রোড এলাকায় নিজ বাসার পিছন থেকে স্বপন (৫২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে শহরের কলেজ বাঞ্চ রোড এলাকার নাহার মঞ্জিল ও নাজনীন ভিলা দুই বিল্ডিং এর মাঝখানের পিছনের দিকের পরিত্যাক্ত জায়গায় নাজনীন ভিলার ভাড়াটিয়ারা স্বপনের মরদেহ প্রথমে দেখতে পায়।
পরে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত স্বপন শহরের কলেজ বাঞ্চ রোডের নাহার মঞ্জিলের মালিক মৃত্যুর শহিদুল ইসলাম এর বড় ছেলে।
এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘মরদেহটি বরগুনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে এঘটনার আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। এখন কিছুই বলা যাচ্ছে না।‘
শাহ্ আলী/ পূর্ণিমা/ দীপ্ত নিউজ