বয়স এখন ৩৯। তবে সংখ্যাটাকে যেনো পাত্তাই দিচ্ছেননা ক্রিশ্চিয়ানো রোনালদো। এ বয়সে এসেও সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি সবচেয়ে বেশিবার ৬৬ হ্যাটট্রিকের মালিকও এখন পর্তুগীজ তারকা। তার পরেই আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
আল নাসরের হয়ে দারুণ এক সময় পার করছেন সি আর সেভেন। এ মৌসুমে এখন পর্যন্ত ৪১ ম্যাচে ৪২ গোলের পাশপাশি ৪ টি হ্যাটট্রিক করেছেন এ পর্তুগিজ মহাতারকা। সব মিলিয়ে সৌদি আরবের এই ক্লাবের হয়ে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ৬।
একুশ শতকের পুরোটাজুড়ে জয়জয়কার অবস্থা রোনালদোর। হ্যাটট্রিকে দেখিয়েছেন নিজের দাপট। নিজ দল পর্তুগাল ছাড়াও সব ক্লাব মিলিয়ে তার হ্যাটট্রিকের সংখ্যা এখন ৬৬টি। যেখানে ক্লাবের হয়েই রোনালদোর হ্যাটট্রিক ৫৬টি। আর শীর্ষ ১০ লিগ বিবেচনা করলে রোনালদোর হ্যাটট্রিক ৯৪৯ ম্যাচে ৫০টি, যা একুশ শতকে সর্বোচ্চ।
তারপরেই আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কিংবদন্তি লিওনেল মেসি। যদিও রোনালদোর চেয়ে ১০৪ ম্যাচ কম খেলেও ৮৫৩ ম্যাচে এই লিজন্ডের ঝুলিতে আছে ৪৮ টি হ্যাটট্রিক। ক্লাবের হয়ে মেসি সর্বশেষ হ্যাটট্রিকের দেখা পেয়েছে ২০১৯–২০ মৌসুমে বার্সেলোনার হয়ে। এরপর পিএসজি কিংবা এমনকি মেজর লিগ সকারেও এখন পর্যন্ত হ্যাটট্রিক করা হয়নি বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন মহাতারকার।
তিনে আছেন মেসির সতীর্থ লুইস সুয়ারেজ। শীর্ষ ১০ লিগে ৬৯৫ ম্যাচে সুয়ারেজের হ্যাটট্রিক ২৭টি। বর্তমানে শীর্ষ ১০ লিগে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে আছেন রবার্ট লেভানডফস্কি। ৬৫৩ ম্যাচে যার হ্যাটট্রিক ২৬টি। তালিকায় ৫ নম্বরে আছেন কেইন। ৪৮৪ ম্যাচে তার ঝুলিতে উঠেছে ১৭ টি হ্যাটট্রিক।
সেরা দশের ৯ নম্বরে আছে পিএসজির সাথে সম্পর্ক ছিন্ন করা এমবাপ্পে। শীর্ষ ১০ লিগে ৩৬৬ ম্যাচ খেলে তার হ্যাটট্রিক সংখ্যা ১৬ টি।
আল / দীপ্ত সংবাদ