বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে ভিসির বাসভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলকারীরা।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে দুপুর দেড়টার দিকে তাঁরা বিক্ষোভ মিছিল করে ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে গেটে তালা ঝুলিয়ে দেন। এসময় বাস ভবনের সকল সেবা সমূহও বন্ধ করে দেয়ার ঘোষণা দেন।
মঙ্গলবার (৬ মে ) বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শাটডাউন দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ক্লাস ও পরিক্ষা চালু রয়েছে।
রবিবার (৪ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য শুচিতা শরমিন বলেন, শিক্ষার্থীদের নামে যে মামলা ও জিডি হয়েছে তা শিক্ষার্থীদের মুচলেকার মাধ্যমে প্রত্যাহার করে নেওয়া হবে এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রেজিস্ট্রার মনিরুল ইসলামকে পদ থেকে অপসারণ করা হয়েছে।
একই দিন পাল্টা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ভিসি শুচিত্রা শরমিন যোগদানের পর শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা ও পরে বিভিন্ন সময়ে নানা ধরনের দাবি তুললে তিনি তা কর্ণপাত করেননি। উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় মামলা ও জিডি করেন। তারা বলেন, অতি দ্রুত ভিসিকে অপসারণ করার মধ্য দিয়ে একজন গণতান্ত্রিক শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগ দিতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ক্যানসার আক্রান্ত হলে ভিসি কাছে আর্থিক সহায়তার চাইলে ও তার স্বাক্ষরের অভাবে অনুমোদন পায়নি। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা মনে করছেন ভিসির অপসরণ জরুরি। তাই তারা ভিসির অপসারণের এক দফা দাবি জানিয়েছেন।
জুয়েল/ইএ/এজে/দীপ্ত সংবাদ