শীতকালীন ঝড়ের প্রভাবে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। দেশটির মধ্য ও উত্তরাঞ্চল জুড়ে ভারী বৃষ্টি ও তুষারপাত চলমান রয়েছে। বন্যায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। ডুবে গেছে মহাসড়কগুলো। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বৃষ্টি ও বানের স্রোতে একাধিক অঞ্চলে ভূমিধসও হয়েছে।
বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকায় শুক্রবার (১০ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ ৩৪টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছে। বন্যায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে দুইজনের।
এদিকে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বার্কটাউনের বাসিন্দাদের নিরাপদস্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার।
অন্যদিকে তীব্র খরার কারণে ভরা মৌসুমেও শুকিয়ে যাচ্ছে জার্মানির রাইন নদী। প্রতি সেকেন্ডে জলাধার থেকে একটি বড় সুইমিংপুলের সমপরিমাণ পানি কমে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে পানি সংকট, পরিবহন ব্যবস্থাসহ শিল্পখাতে বিপর্যয় দেখা দেবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
যূথী/দীপ্ত সংবাদ