সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের কপ–টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে করা খসড়া চুক্তিটি অবশেষে অনুমোদন পেয়েছে।
ইতিহাসে এ প্রথম জীবাশ্ম জ্বালানি নিয়ে কোনো চুক্তি হলো। নতুন চুক্তিতে কঠোর ভাষায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।
এতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের কথা না বলে স্পষ্টভাবে সরে আসার কথা বলা হয়। খসড়া এ চুক্তিটিতে সম্মেলনে যোগ দেয়া প্রায় ২০০টি দেশ স্বাক্ষর করেছে।
আরও পড়ুন: সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস
এর আগে মঙ্গলবার কপ–টোয়েন্টি এইট জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। সম্মেলনের আলোচনা বাড়তি সময়ে গড়ায়। রাতভর আলোচনা শেষে বুধবার নতুন চুক্তির ঘোষণা আসে।
কপ–টোয়েন্টি এইট সম্মেলনের পর্দা মঙ্গলবার নামার কথা থাকলেও জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্যে না পৌঁছানোর কারনে বাড়তি সময় নিতে হয়।
এসএ/দীপ্ত নিউজ