রাজধানী বনানী এলাকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)- কার্যালয় সামনে ঢাকা–ময়মনসিংহ সড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে রাস্তা। এতে থেমে গেছে ওই এলাকার যান চলাচল।
রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা চালকরা বিআরটিএ সদর দপ্তর সড়কে অবস্থান নেন।
অবরোধকারী চালক বলেন, সিএনজিচালিত অটোরিকশা‘র রুট নির্ধারণের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সারওয়ার বলেন, সকাল থেকেই বনানী এলাকার ঢাকা–ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজি চালকরা। এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ সকাল থেকেই মাঠে রয়েছেন, জনদুর্ভোগ কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসএ